রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতকে উড়িয়ে দিলেন সৌম্য-শান্তরা

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে উড়িয়ে দিলেন সৌম্য-শান্তরা

এসিসি ইমার্জিং টিমস কাপ ক্রিকেটে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ভারতীয় বোলারদের দুমড়ে-মুচড়ে দুজনে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ম্যাচসেরা শান্ত করেছেন ৯৪ রান এবং সৌম্য করেছেন ৭৩ রান। হংকংকে হারানোর ম্যাচেও ৮১ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে ভারত ইমার্জিং দল সংগ্রহ করে ২৪৬ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন আরমান। ২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৪ রান করে সাজঘরে ফিরেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ২১ ওভারে ১৪৪ রান যোগ করেন সৌম্য ও শান্ত। এরমধ্যে সৌম্য ৭৩ রান করেন মাত্র ৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায়। অধিনায়ক শান্ত ৯৪ রান করেন ৮৮ বলে ১৪ চার ও ২ ছক্কায়। ইমার্জিং কাপের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। আরেক ম্যাচে ওমানকে ৯ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। বাংলাদেশ পরে খেলবে নেপালের বিপক্ষে।

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইমার্জিং দল : ২৪৬/১০ (৫০ ওভার) (আরমান ১০৫, ভিনায়ক ৪০, আরিয়ান ৩৭; সুমন ৪/৬৪, তানভীর ২/৩৮, সৌম্য ২/৫৩)।

বাংলাদেশ ইমার্জিং দল : ২৫০/৪ (৪২.১ ওভার) (শান্ত ৯৪, সৌম্য ৭৩, আফিফ ৩৪*; সৌরভ ১/৪৪)।

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ খবর