রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এজিএমে ঐক্যের সুর!

ক্রীড়া প্রতিবেদক

এজিএমে ঐক্যের সুর!

দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল  ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। গতকাল গাজীপুরের একটি রিসোর্টে ৯টি এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত এ সভায় ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের অডিটরস রিপোর্ট  অনুমোদন করার পাশাপাশি ২০২০ সালের জন্য ৪১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার সম্ভাব্য বাজেট পাস করা হয়। দীর্ঘদিন পর সভা অনুষ্ঠিত হওয়ায় অনেক কাউন্সিলর ভিতরে ভিতরে অসন্তুষ্ট হলেও আর্থিক রিপোর্টসহ অন্যান্য এজেন্ডা পাস করেন তারা। এ ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ফুটবল একটি পরিবার। আজকের (গতকাল) সভায় তা আবার প্রমাণিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ফুটবলের স্বার্থেই আমরা সবাই ঐক্যবদ্ধ।’ বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের এজিএম অনেক দেরিতে হল। তবে সামনে থেকে নিয়মিত এজিএম করা হবে।’ এজিএম পরবর্তী সংবাদ সম্মেলনে রুহুল আমিন তরফদার বলেন, ‘অনেক বিষয়েই অসঙ্গতি ছিল।’ বিশেষ করে আর্থিক রিপোর্টে। তবে আমরা সবকিছুই অনুমোদন করেছি। কমিটির পক্ষ থেকে আমাদেরকে কথা দেওয়া হয়েছে, ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকবে।’ ফুটবলের স্বার্থে সবাই এক হলেও সভায় অনেকের মধ্যেই ছিল অসন্তোষ। সরাসরি না বললেও আড়ালে আবডালে বর্তমান কমিটির সমালোচনা করেছেন অনেকেই। বিশেষ করে বর্তমান কমিটির বিরোধীরা ছিল  সোচ্চার। অবশ্য সংবাদ সম্মেলনে বাফুফের বর্তমান কমিটির সদস্য ও কাউন্সিলরদের এক বিরাট অংশকে সঙ্গে এনে বড় ধরনের শোডাউনই করলেন কাজী সালাউদ্দিন। আগামী বছরের এপ্রিলে হবে বাফুফের নির্বাচন।

গতকাল সভায় ফিফার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স রুফুস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর