রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
এসএ গেমস

ফুটবলে সোনা জয়ের মিশন

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১ ডিসেম্বর থেকে নেপালে শুরু হচ্ছে এসএ গেমস। ১০ ডিসেম্বর তা শেষ হবে। তবে পোখরায় হবে ফুটবল ইভেন্ট। এ নিয়ে তৃতীয়বার নেপালে এসএ গেমস হচ্ছে। এর আগে ১৯৮৪ ও ১৯৯৯ সালে গেমস আয়োজন করে দেশটি। এবারের গেমসে বাংলাদেশ যে কটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে সেখানে ফুটবলে সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। ১৯৯৯ সালে জুয়েল রানার নেতৃত্বে বাংলাদেশ প্রথম সোনা জিতে। ২০১০ সালে দ্বিতীয়বার আমিনুল হকের নেতৃত্বে। ফুটবল ইভেন্টে এখনো অধিনায়ক ঠিক হয়নি। তবে জামাল ভূঁইয়ার সম্ভাবনা বেশি। গেমসে এখন অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার অংশ নেয়। তবে তিনজন সিনিয়র ফুটবলার নেওয়া যায়।

বাফুফে জানায়, ইয়াসিন খান ও নাবিব নেওয়াজ জীবন সিনিয়র ক্যাটাগরিতে থাকছেন তা নিশ্চিতই বলা যায়। দলের প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন জেমি ডে। তিনি বলেন, বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ খুবই ভালো খেলছে। এরপর তিনজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে সোনা জয়ের সামর্থ্য নিয়েই মাঠে নামবে। গেমসের প্রস্তুতি না হলেও কোনো সমস্যা নেই। খেলোয়াড়রা মাঠেই আছেন। ৯ বছর পর হারানো সোনা উদ্ধারের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশের ফুটবলাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর