সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু বিপিএল গেইল এবার চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএল গেইল এবার চট্টগ্রামের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারকাখ্যাতিতে ক্রিস গেইল অতুলনীয়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের ইতিহাসে ১৮টি সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে ৫টিই করেছেন ক্রিস গেইল। তাকে নিয়ে সব সময়ই আগ্রহ থাকে। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই ক্যারিবীয় তারকাকে এবার প্রথম সুযোগেই দলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল অনুষ্ঠিত হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দল গঠন করেছে বঙ্গবন্ধু বিপিএলের সাতটি ক্লাব। এতে তামিম ইকবাল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনে, মুশফিকুর রহিম প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সে, লিটন দাস রাজশাহী রয়্যালসে, মুস্তাফিজুর রহমান রংপুর রেঞ্জার্সে, মোসাদ্দেক হোসেন সিলেট থান্ডারে, সৌম্য সরকার কুমিল্লা ওয়ারিয়র্স এবং মাহমুদুল্লাহকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছে। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফিকে নিয়েছে ঢাকা। প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বড় চমক ছিল নাঈম শেখ। তরুণ এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে রংপুর রেঞ্জার্স। জাতীয় দলে সুযোগ পেয়েই তিনি নিজের জাত চিনিয়েছেন। বিপিএলে কী করেন দেখা যাক! গতকাল রুবেল হোসেনকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া বিদেশি ক্যাটাগরি থেকে দল পেয়েছেন থিসারা পেরেরা, লরি ইভান্স, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, শাই হোপ, শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, কুশল পেরেরা, মুজিব-উর-রহমান এবং কেসরিক উইলিয়ামস। বঙ্গবন্ধু বিপিএল আগামী ১১ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্ট শেষ হবে আগামী ১৬ জানুয়ারি।

সর্বশেষ খবর