সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কিংসে প্রবাসী তারিক

ক্রীড়া প্রতিবেদক

কিংসে প্রবাসী তারিক

রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসের জাদুকরী পারফরম্যান্সে পেশাদার ফুটবল লিগের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। আসছে মৌসুমেও তিনি খেলবেন একই ক্লাবে। দলের শক্তি বাড়াতে এবার কিংসে দেখা যাবে ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজীকে। গতকালই তিনি ঢাকা এসে পৌঁছেছেন। যোগ দিয়েছেন কিংসের ক্যাম্পে। আগের দিন এসেছেন আর্জেন্টিনার নিকোলাস। মাসুক মিয়া জনি ইনজুরির কারণে মাঠের বাইরে। তারই জায়গায় খেলবেন নিকোলাস। এর আগেও তারিক ঢাকা এসে দলে প্রশিক্ষণে অংশ নেন। কোচ ব্রজোন অস্কারের পছন্দ হওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া যেভাবে দর্শকদের মন জয় করেছেন তারিকও তা পারবেন।’

ইতিমধ্যেই কিংসের ঘর সাজিয়ে ফেলেছে। আগামীকালই তারা বাফুফে ভবনে গিয়ে দল বদলের আনুষ্ঠানিকতা সারবে। প্রবাসী বলেই তারিক খেলবেন দেশি কোটায়। বয়স-১৯ হলেও তারিক কাজী ফিনল্যান্ডের শীর্ষ পর্যায়ের ক্লাব ইলেভেন্স ট্যাম্পেরেতে খেলেছেন। গতবার এই ক্লাবের হয়ে ইউরোপা বাছাইপর্বের একটি ম্যাচ খেলেন তিনি। তারিকের দেশের বাড়ি উত্তরাঞ্চলের জেলা নওগাঁয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর