শিরোনাম
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখেই  শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী  স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চার নম্বরটিতে সফরকারীদের ৫ উইকেটে হারিয়েছে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে। গতকাল চতুর্র্থ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬০ রান করে সফরকারী যুবারা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন দিনুগা গামাগে। স্বাগতিকদের পক্ষে তানজিম ৫৪ রানে নেন ৩ উইকেট। ২৬১ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার ৯ ওভারে ৬৯ রান যোগ করে দলকে শক্ত ভিত দেন। এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান  তৌহিদ হৃদয়। ১১৫ রানের ইনিংসটি খেলেন ১২০ বলে ৯ চার ও ৩ ছক্কায়। যুব ক্রিকেটে এটা তার চার নম্বর সেঞ্চুরি। আগের ম্যাচে করেছিলেন ১২৩ রান। চলতি সিরিজে তিন ম্যাচে এখন পর্যন্ত হৃদয় রান করেছেন ৩২০।  আগামীকাল একই মাঠে সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ : ২৬০/৭ (৫০ ওভার) (গামাগে ৪৩*, সামাজ ৩৭, আবিস্কা ৩৪; তানজিম ৩/৫৪, শামিম ১/৫৯, রকিবুল ১/৪৩)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৬৫/৫ (৪৭.২ ওভার) (তৌহিদ ১১৫, আকবর ৬৬* তানজিদ ২৬; আমশি ২/৫৫, পারানাভিথানা ১/২৮, কাভিন্দু ১/৪৮)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

সর্বশেষ খবর