সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
স ং ক্ষি প্ত স ং বা দ

মুশফিক-রাহীর উন্নতি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ডান হাতি পেসার আবু জায়েদ রাহী এখন ৬২ নম্বরে। প্রথম ইনিংসে ৪৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ইনিংসেই প্রত্যয়ী ব্যাটিং করে র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন ৩০ নম্বরে। এগিয়েছেন লিটন দাসও। ৯২ থেকে লিটন এখন ৮৬ নম্বরে। ভারতের একমাত্র ইনিংসে রাহী শূন্য রানের সাজঘরে ফেরত পাঠান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে।এছাড়াও আউট করেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানেকে। প্রথম ইনিংসে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেন মুশফিক। দুই ইনিংসে আগ্রাসী ব্যাটিং করেন লিটন। প্রথম ইনিংসে ২১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৩৫ রান।

র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন মায়াঙ্ক আগারওয়ালও। ২৪৩ রানের ম্যাচসেরা ইনিংস খেলে আগারওয়াল এখন ১১ নম্বরে। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে মোহাম্মদ শামী আট ধাপ এগিয়ে এখন সাতে। ৯৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে স্টিভ স্মিথ। দুইয়ে থাকা ভারতের অধিনায়ক কোহলির পয়েন্ট ৯১২। এক বছর নিষিদ্ধ থাকায় আইসিসির র‌্যাঙ্কিংয়ে নেই সাকিব আল হাসান।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর