সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এসএ গেমসে কাবাডি

জাতীয় খেলা কাবাডি। অথচ নেই কোনো বড় সাফল্য। এক সময়ে এশিয়ান ও সাউথ এশিয়ান গেমসে নিয়মিত রৌপ্য পদক জিতলেও এখন তা স্বপ্নে পরিণত হয়েছে।  ১-১০ ডিসেম্বর নেপালে শুরু হতে যাচ্ছে সাফের অলিম্পিক খ্যাত এ গেমস। গৌহাট্টিতে গত গেমসে মেয়েরা রৌপ্য পেলেও পুরুষদের জুটেছিল তামা। দুই যুগের ব্যর্থতা পুরুষরা এবার কাটাতে পারবে কি? কাবাডি জাতীয় দলের সাবেক কোচ আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, ‘সোনার আশা করি না। রৌপ্য পেলেই যথেষ্ট। এবার যে কোনো সময়ের চেয়ে প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা ভালো দেওয়া হয়েছে। ভারতীয় কোচ সাজু রাম প্রশিক্ষণ দিচ্ছেন। ভারতে বিভিন্ন প্রদেশে চলছে প্রশিক্ষণ। সেখান থেকে কাঠমান্ডুতে উড়ে যাবে দল। জলিলের মতে দলে বেশ কজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। এদের মধ্যে মাসুদ করিম ও সাজিদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলিয়ে আমি আশাবাদী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর