সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রুহেলের বিধ্বংসী বোলিং প্রথম স্তরে সিলেট

ক্রীড়া প্রতিবেদক

বয়স মাত্র ১৯। মৌলভীবাজারের তরুণ বাঁ হাতি পেসার রুহেল মিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েন বাঁ হাতি পেসার। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে সিলেটের হয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রুহেল নতুন রেকর্ড গড়েন ১৩ উইকেট নিয়ে। তার বিধ্বংসী বোলিংয়ে দুদিনেই চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়েছে সিলেট। জাতীয় ক্রিকেটের অন্য ম্যাচগুলোতে সেঞ্চুরি করেছেন সোহরাওয়ার্দী শুভ, তাইবুর পারভেজ ও ফজলে রাব্বি। সেঞ্চুরির পথে হাঁটছেন শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব ও তুষার ইমরান। চট্টগ্রামকে ১০৬ রানে গুটিয়ে দেন রুহেল ২৬ রানে ৮ উইকেট নিয়ে। সিলেটের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২৩০ রান। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম অলআউট হয় ১৬৫ রানে। এবারও রুহেল ৫ উইকেটে নেন ৩৯ রানে। আগের রেকর্ডটি ছিল খুলনার আল-আমিনের ৮৯ রানে ১২ উইকেট। ৪২ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটে জয় তুলে মাঠ ছাড়ে রুহেলের সিলেট। বরিশাল স্টেডিয়ামে স্বাগতিক বরিশালকে ভালোই জবাব দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন। ফজলে রাব্বির ১৪১ রানে ভর করে ৪১৪ রান করে বরিশাল। জবাবে শামসুর রহমান শুভর অপরাজিত ৯০ ও মার্শাল আইয়ুবের ৮৫ রানে ভর করে দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২২৫ রান তুলে। রাজশাহী স্টেডিয়ামে ভালো ব্যাটিং করছে স্বাগতিকরা। রংপুরের ২৭৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ২২৪ রান। খুলনা স্টেডিয়ামে ম্যাচের নিয়ন্ত্রণের পথে স্বাগতিক খুলনা। ঢাকার ২৭৯ রানের জবাবে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৫২। ঢাকার পক্ষে তাইবুর রহমান পারভেজ খেলেন ১১০ রানের ইনিংস।     

সর্বশেষ খবর