মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আসন্ন ফুটবল মৌসুম

তিন চ্যাম্পিয়নের দলবদল আজ

ক্রীড়া প্রতিবেদক

আগস্টে শেষ হয়েছিল পেশাদার ফুটবল লিগ। দুই মাস না কাটতেই দলবদল শুরু। যা ক্লাবগুলোর জন্য সমস্যা ছিল। বড় বাজেটে দল গড়তে হলে সময় তো দরকার। যাক ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা ভেবে কেউ আর আপত্তি তোলেনি। লিগ কমিটি ঠিকই দলবদল শুরু করতে পেরেছে। যা শেষ হচ্ছে আগামীকাল। এক মাসের বেশি সময় পেয়েছে তাই ঘর গোছানোর সঙ্গে চুক্তিও সেরে নিয়েছে ক্লাবগুলো। দলবদলটা তাই শুধু আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে। তবুও দলবদল বলে কথা, তা যদি জমকালো না হয় তাহলে কি জমে?

সত্তর বা আশির দশকের মতো ফুটবল দলবদলে সেই উত্তেজনা নেই। হয়তো ফিরেও আসবে না। কিন্তু কিছু দল এখনো সেই ঐতিহ্যকে ধরে রাখতে চাচ্ছে। গতবার নতুন দল হিসেবে বসুন্ধরা কিংস যে বর্ণাঢ্য দলবদল করেছিল তা ফুটবলে ইতিহাসই বলা যায়। শেখ রাসেল ক্রীড়া চক্রও এক্ষেত্রে নতুনত্ব এনেছে। নতুন নামে আবির্ভাবের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবও ঢাকঢোল পিটিয়ে দলবদল করছে। আজ আবার ঘুমন্ত বাফুফে ভবন জেগে উঠবে। দেখা মিলবে হাজারও ফুটবলপ্রেমীর। গতবারে অভিষেক আসরেই ইতিহাস গড়া চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাফুফে ভবনে তাদের দলবদল সম্পন্ন করবে। আসরে আরেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র।

তিনবারের লিগে শিরোপা জয়ী শেখ জামালও সেরে ফেলবে দলবদলের কাজ। তিন চ্যাম্পিয়নের আগমনে তাই বাফুফে ভবন হয়ে উঠবে উৎসবমুখর। ঐতিহ্য ম্লান হওয়া ঢাকা মোহামেডানও এবার জাঁকজমকভাবে দলবদল করবে। এবার দলটির মৌসুমে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। ক্লাব সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাসিনো কেলেঙ্কারিতে সবকিছু অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত ত্যাগী সংগঠক ও সাবেক খেলোয়াড়দের সহযোগিতায় ফুটবল দল মাঠে নামাতে সক্ষম হয়েছে। পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতা ঢাকা আবাহনী আগামীকাল দলবদল করবে। বসুন্ধরা, শেখ রাসেল, ঢাকা আবাহনী, সাইফ, চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল এবার শক্তিশালী দল গড়েছে।

সর্বশেষ খবর