মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শাহাদাতের কাণ্ড

এর আগে গৃহকর্মী পিটিয়ে হাজতবাস করেছেন শাহাদাত হোসেন রাজীব। সেই ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি। সেটা কাটিয়ে উঠার আগের ফের বিতর্কে জড়িয়েছেন ৩৮ টেস্ট খেলা শাহাদাত রাজীব। এবার বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় ক্রিকেট চলাকালীন সতীর্থ আরাফাত সানী জুনিয়রের গায়ে আঘাত করে। এজন্য হয়তো তাকে বড় শাস্তি পেতে হতে পারে। খুলনায় জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে ঘটনাটি ঘটে। শিরোপা নির্ধারণী ম্যাচে শাহাদাত রবিবার এই অপকর্ম করেন। শোনা যায় ম্যাচ রেফারি লিখিত অভিযোগ জমা দেন। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ম্যাচ চলাকালীন বল ঘষে উজ্জ্বল করার সময় তর্কাতর্কি থেকে আরাফাত জুনিয়রের উপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আচরণবিধির লেভেল ৪ ভাঙার অভিযোগে শাহাদাত রাজীবকে ম্যাচের পরের দুদিন বহিষ্কার করেন ম্যাচ রেফারি।

শাহাদাত রাজীব বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর