মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

হংকং, ভারতের পর এবার ‘হিমালয় কন্যা’ নেপালকেও পাত্তা দিল না বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দাঁড়াতেই দেয়নি নেপালকে। ১৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসিসি ইমার্জিং কাপের সেমিফাইনালে উঠেছে। গতকাল টাইগারদের এমার্জিং দলকে শতভাগ জয় উপহার দেন  সুমন খান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাঈম শেখ। গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে এবং ভারতকে ৬ উইকেটে হারায়।

গতকাল প্রথমে ব্যাট করে নেপাল ১৩৮ রানে গুটিয়ে যায় ৪৪.৩ ওভারে। হিমালয় কন্যাকে গুটিয়ে দেন পেসার সুমন। যদিও শুরুটা ভালো হয়েছিল নেপালের। দুই নেপালি ওপেনার ৩৩ রানের ভিত দেন। কিন্তু সুমনের আগ্রাসী বোলিংয়ে খুব বেশি এগোতে পারেনি। সুমন ২৯ রানে নেন ৩ উইকেট। তিন ম্যাচে এই পেসার ১১ উইকেট নিয়ে সামর্থ্যরে প্রমাণ রাখেন। গতকাল ৩ উইকেট নেন লেগ স্পিনার আফ্রিদী। একটি করে উইকেট নেন তানভীর ইসলাম ও মেহেদি হাসান। নেপালের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন সম্পাল কামি। ৬৩ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার। ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম খুব বেশি দূর যেতে পারেননি। অথচ সৌম্য আগের দুই ম্যাচে টানা হাফসেঞ্চুরি করেন। গতকাল করেন ১১ রান। ভারতকে হারানোর নায়ক দলনায়ক নাজমুল শান্ত গতকালও হাফসেঞ্চুরি করেন। ৫৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে ম্যাচ জেতান। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ খেলে আসা নাঈম  ৪৫ রান করেন ৫৬ বলে ৬ চারে।      

আগামীকাল ও বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল মিরপুরে এবং শনিবার ফাইনাল। বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।

সংক্ষিপ্ত স্কোর :

নেপাল ইমার্জিং দল : ১৩৮/১০, ৪৪.৩ ওভার  (সম্পাল ৩৮। সুমন ৩/২৯, তানভীর ২/২৬, আফ্রিদী ৩/২৯, মেহেদি হাসান ২/২৫)।

বাংলাদেশ ইমার্জিং দল : ১৪০/২, ২৪ ওভার (নাঈম ৪৫, সৌম্য ১১, শান্ত ৫৯*, ইয়াসির ১৮*।  কারান ১/১১, শুশান ১/২৪)

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৮ উইকেটে জয়ী

সর্বশেষ খবর