বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কিংস এলো কিংরূপেই

রাশেদুর রহমান

কিংস এলো কিংরূপেই

বসুন্ধরা কিংসের জমকালো দলবদল ছবি : রোহেত রাজীব

বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে হাজারও ফুটবলভক্তের ভিড়। সবার গায়ে বসুন্ধরা কিংসের জার্সি জড়ানো। প্রিয় ক্লাব দলবদল করতে আসবে, তাদেরকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় আছে তারা। বসুন্ধরা কিংস এলো অনেকটা সময় পরে। সঙ্গে কয়েক হাজার ভক্ত। সামনে রাজকীয়ভাবে সাজানো ঘোড়ার গাড়ি। ঢাক-ঢোল, বাদ্য বাজছে। ঘোড়ার গাড়ি ছুটছে ফুটবল ফেডারেশন অভিমুখে। বাফুফে কর্তৃপক্ষও চ্যাম্পিয়নদের জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছিল। ভবনের সদর দরোজা দিয়ে প্রবেশ করতেই ফুল দিয়ে অভ্যর্থনা জানাল গত মৌসুমে ইতিহাস গড়ে লিগ জেতা কিংসকে। দলবদলে অংশ নিতে কিংস এলো কিং রূপেই। বাফুফে ভবনে এরপর চলল আনুষ্ঠানিকতা।

গত কয়েক দিনে বসুন্ধরা কিংসের দলবদল নিয়ে বেশ আলোচনা ছিল ক্রীড়াঙ্গনে। আসন্ন মৌসুমের জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী বেশ শক্তিশালী দল গঠন করছে। গতবারের চ্যাম্পিয়নরা কেমন দল গঠন করছে! ইউরোপের দেশ ফিনল্যান্ড বয়সভিত্তিক দলে খেলা প্রবাসী কাজী তারিক রায়হানকে দলে নিয়েছে বসুন্ধরা। তিনি খেলবেন দেশীয় কোটাতেই। দলে নিয়েছে তাজিকিস্তান জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার আখতাম নাজারভ আর আর্জেন্টিনার নিকোলাসকে। ড্যানিয়েল কলিনড্রেস আর বখতিয়ার তো আছেনই। বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার রবিউল হাসান, ইব্রাহিম, বিপলু আহমেদ আর ইয়াসিন খানদের মতো ফুটবলাররাও আছেন কিংসের জার্সিতে। কেমন হলো এবারের দল? রেজিস্ট্রেশন করতে এসে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বললেন, ‘আমাদের লক্ষ্য এএফসি কাপে ভালো করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করা। পাশাপাশি আমরা আসন্ন মৌসুমের সব টুর্নামেন্টেই শিরোপা জিততে চাই। দলটা সেভাবেই গড়া হয়েছে।’ গত মৌসুমে ডিফেন্সে কিছুটা সমস্যা ছিল। নতুন মৌসুমের জন্য কী এদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে? ক্লাব সভাপতি বললেন, ‘আমাদের কোচ আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন। এ কারণে আমাদেরকে ফরোয়ার্ড লাইনের দিকে বেশি নজর দিতে হয়। তবে এবার আমরা গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে ডিফেন্সও শক্তিশালী করেছি।’ বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন অবশ্য কিছুটা সতর্ক থেকে কথা বললেন। ‘এবার বেশ কয়েকটা ক্লাব খুব শক্তিশালী দল গঠন করেছে। গতবারের চেয়ে এবার লিগটা অনেক কঠিন হবে। তবে আমরা সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে চাই। নিজেদের সেই আত্মবিশ্বাস আছে।’

গতকাল দলবদল সম্পন্ন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। তাদের দলে আছে নেইমারের বাল্যবন্ধু পেদ্রো হেনরিক। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার বর্তমানে খেলছেন তিমোর লিস্টের জাতীয় দলে। কেবল তাই নয়, উয়েফা ইউরোপা লিগে খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস্টোফার হার্ডও আছেন শেখ রাসেলে। আজিজভ আর রাফায়েলরা তো আছেনই। আসন্ন মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রও সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চায়। তবে ক্লাবের কোচ সাইফুল বারী টিটো বলেন, ‘আসন্ন মৌসুমটা খুব কঠিন হতে যাচ্ছে। এখানে কে চ্যাম্পিয়ন হবে, আগে থেকে বলা কঠিন। বেশ কয়েকটা দলই চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো দল গড়েছে।’ ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল লাভলু এবং পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিমের মতেও এবার লিগটা বেশ কঠিন হবে। এছাড়াও গতকাল জাঁকজমকপূর্ণ দলবদল সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান ও প্রথমবারের মতো পেশাদার লিগে উন্নীত দল বাংলাদেশ পুলিশ এফসি। এ সময় বাংলাদেশ পুলিশ এফসির সভাপতি ও র‌্যাব ফোর্সেসের ডিজি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেন, ‘আমরা লিগে টিকে থাকার জন্যই এসেছি। বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবলের আনন্দ ছড়িয়ে দিতে এসেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর