বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইতালির ৯ গোল

ক্রীড়া ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে চূড়ান্তপর্বে খেলতে পারেনি ইতালি। তা ছিল চারবারের বিশ্ব জয়ীদের বড় ব্যর্থতা। সেই জ্বালা ইতালিয়ানরা মেটাচ্ছে ইউরো বাছাইপর্বে। একের পর এক শুধু ম্যাচই জেতেনি প্রতিপক্ষদের ভাসিয়েছে গোল বন্যায়। শতভাগ জয়ে ইউরোর টিকিট নিশ্চিত করেছে ইতালি। সোমবার শেষ ম্যাচে তারা ৯-১ গোলে হারিয়েছে আর্মেনিয়াকে। অন্যদিকে এফ গ্রুপে স্পেন ৫-০ গোলে পরাজিত করে রোমানিয়াকে। আট মিনিটে গোল উৎসব শুরু ইতালির, সূচনা গোল করেন ইম্মোবিলের। পরের মিনিটে আবার নিকোলা জানিওলোর গোল। ২৯ মিনিট নিকোলো বারেল্লা। এরপর আবার ইম্মোবিলের গোল। দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের মধ্যে পাঁচ গোল করে নিজেদের

ইতিহাসে তৃতীয়বারের মতো প্রতিপক্ষের জালে ৯ বা তার চেয়ে বেশি গোল করার কৃতিত্ব দেখায় ইতালি।

জানিওলো, আনেস সিও, রোমানা মোগি, জর্জিনিনো, রিকার্দো ওরসোনিলি গোলগুলো করে। ইতালি ১০ ম্যাচে ৩০, আর স্পেনের অর্জন ২৬ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর