বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটার শাহাদাত পাঁচ বছর নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় লিগে সতীর্থর গায়ে হাত তোলার অপরাধে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শাহাদাত হোসেন। নিষেধাজ্ঞার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এই ক্রিকেটারকে। গতকাল বিসিবির পক্ষ থেকে শাহাদাতের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়। তবে ২৬ নভেম্বর পর্যন্ত এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি। রবিবার খুলনায় জাতীয় লিগের দ্বিতীয় দিনে সতীর্থ অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রকে মারধর করেন জাতীয় দলের সাবেক এ পেসার। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, বল ঘষে উজ্জ্বল করা নিয়ে কথা বলতে গিয়ে আরাফাতের ওপর নাখোশ হন শাহাদাত। এক পর্যায়ে সতীর্থ এই ক্রিকেটারকে চড়-থাপ্পড় মারা শুরু করেন শাহাদাত। আম্পায়ার এসে সরিয়ে দেওয়ার পরও শাহাদাত আবার গিয়ে সানিকে মারতে থাকেন। পরে অন্যরা জোর করে শাহাদাতকে সরিয়ে নেয়। খেলা চলাকালীন সতীর্থ বা অন্য কারও গায়ে হাত তোলা আচরণবিধির লেভেল ৪ ভঙ্গ করার অপরাধ। তা ভঙ্গ করলে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। টেকনিক্যাল সভায় শাহাদাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর