সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষিপ্ত সংবাদ

বার্সা রিয়াল সমান্তরালে

  স্প্যানিশ লা লিগায় বেশ কষ্টেই জিতেছে বার্সেলোনা। গত শনিবার পিছিয়ে পড়েও লুইস সুয়ারেজ ও আরতুরো ভিডালের গোলে ২-১ ব্যবধানে জিতেছে কাতালানরা। জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। তারা ৩-১ গোলে হারিয়েছে রিয়াল সুসিদাদকে। করিম বেনজেমা, ফেডেরিকো ভালভার্দে এবং লুকা মডরিচের গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদও ম্যাচের শুরুতে

পিছিয়ে গিয়েছিল। বার্সা ও রিয়াল জিতলেও গত শনিবার গ্রানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় চলতি মৌসুমের প্রথম তিনটি স্থান দখলে নিয়েছে বার্সেলোনা (২৮ পয়েন্ট), রিয়াল মাদ্রিদ (২৮ পয়েন্ট) ও অ্যাটলেটিকো মাদ্রিদ (২৫ পয়েন্ট)।

 

এখনো অপরাজিত লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। গত শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এ জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই অবস্থান করছে। গত শনিবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। ইতিহাদ স্টেডিয়ামে গার্ডিওলার শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। অবশ্য এ জয়ের পরও লিভারপুলের চেয়ে অনেকটা পিছিয়ে আছে গার্ডিওলার দল। ২৮ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। লিস্টার সিটি ২৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। চেলসি ২৬ পয়েন্ট নিয়ে আছে চারে। এদিকে মরিনহো দায়িত্ব পেয়েই টটেনহ্যামকে জয়ের ধারায় ফিরিয়েছেন। ওয়েস্ট হ্যামকে তারা ৩-২ গোলে হারিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর