মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিধ্বস্ত ইংল্যান্ড

ইনিংস জয় নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

বিধ্বস্ত ইংল্যান্ড

ইংল্যান্ডের শেষ উইকেট ব্রডকে আউট করার পর কিউই বোলার ওয়াগনারের উল্লাস -এএফপি

শেষ দিনে ম্যাচ বাঁচাতে লড়াইয়ে নামে ইংল্যান্ড। কিন্তু কিউই বোলার ওয়াগনার ইংলিশ ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেননি। চা বিরতির পর সফরকারীদের গুটিয়ে দিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে ইনিংস ও ৬৫ রানে জয় তুলে নিল নিউ জিল্যান্ড। নেইল ওয়াগনারের একাই ৮ উইকেট (দুই ইনিংস মিলে) নিয়েছেন এই পেসার।

নিউজিল্যান্ড জয় পেয়েছে ইনিংস ও ৬৫ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে কিউইরা ৯ উইকেটে ৬১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৭ রানেই। ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন বিজে ওয়াটলিং।  সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘টেস্টে এটি সেরা জয়গুলোর একটি। পরের ম্যাচেও আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ‘আমরা সুযোগ পেয়েছিলাম তা কাজে লাগাতে পারিনি। প্রথম ইনিংসে আমাদের স্কোরটা ৪৫০ হলে ভালো হতো। কিন্তু আমরা তা পারিনি। উইকেট ভালোই ছিল। আমরা নিজেদের ভুলের কারণেই হেরেছি। পরের ম্যাচে লক্ষ্য থাকবে ভুল না করার।’ ২৮ নভেম্বর হ্যামিল্টনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর