মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালের প্রতিশোধের মিশন আজ

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর দলের অবস্থা অনেকটাই বদলে গেছে। এমনকি সুপার স্টার কোচ জিনেদিন জিদানও রিয়ালকে সাফল্যের পথে আনতে পারছেন না। তবে করিম বেনজেমা এখন রিয়াল মাদ্রিদকে প্রতি নিয়তই পথ দেখাচ্ছেন। লা লিগায় চলতি মৌসুমে তিনি ১০ গোল করেছেন। আজও বেনজেমার দিকেই তাকিয়ে থাকবে রিয়ালভক্তরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নামবে জিদানের শিষ্যরা। প্রথম লেগে পিএসজির মাঠে ৩-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তাছাড়া গ্রুপের শীর্ষস্থান দখল নিয়েও দুই দলের লড়াই হবে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। পিএসজি আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে। আজ জিতলে রিয়ালের নকআউট পর্বও নিশ্চিত হবে।

এদিকে আজ ডি গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস-অ্যাটলেটিকো মাদ্রিদ। ডি গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। ৭ পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জুভেন্টাস আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ আজ জিতলে তাদেরও নকআউটপর্ব নিশ্চিত হবে। অবশ্য জুভেন্টাসের বিপক্ষে নিজেদের মাঠে আগের ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ জুভেন্টাসের মাঠে কী করে, দেখা যাক। আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামছে ফেবারিট বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটিও। রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ম্যানসিটি মুখোমুখি হচ্ছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতারের। বায়ার্ন মিউনিখ আগেই নকআউটপর্ব নিশ্চিত করেছে। তবে ম্যানসিটিকে নকআউটপর্ব নিশ্চিত করার জন্য আরও অন্তত একটা পয়েন্ট প্রয়োজন। সি গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গার্ডিওলার শিষ্যরা। শাখতার ৫ পয়েন্ট নিয়ে আছে দুয়ে। বি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। এই গ্রুপে গতবারের ফাইনালিস্ট টটেনহ্যাম ৭ পয়েন্ট নিয়ে আছে দুয়ে। আজ গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের বিপক্ষে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে টটেনহ্যামের।

সর্বশেষ খবর