মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
এসএ গেমস

বাংলাদেশের প্রথম সোনা

বাংলাদেশের প্রথম সোনা

নেপালের কাঠমান্ডুতে এসএ গেমসের প্রথম আসর বসে ১৯৮৪ সালে। সেবার বাংলাদেশ বেশ কয়েকটা ইভেন্টে দুর্দান্ত খেললেও সোনার পদক জিতে মাত্র দুটিতে। ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেন মুজিবর রহমান। ট্রিপল জাম্পে তিনি সেরা হয়েছিলেন ভারত, পাকিস্তানের অ্যাথলেটদের হারিয়ে। সেবার বাংলাদেশ সোনার পদক জিতেছিল চার গুনিতক ১০০ মিটার রিলেতেও। বাংলাদেশ দল টাইমিং করেছিল ৪২ দশমিক ৪ সেকেন্ড। প্রথম এসএ গেমসে ফুটবলে সোনার পদক জয়ের দারুণ একটা সম্ভাবনা দেখা গিয়েছিল।

ফাইনাল খেলেছিল বাংলাদেশ নেপালের বিপক্ষে। তবে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরে সোনার পদক বঞ্চিত হয় লাল-সবুজের জার্সিধারীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর