মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের সেরা গেমস

বাংলাদেশের সেরা গেমস

এসএ গেমসের ১১তম আসর বসে ঢাকায়। নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই গেমসে ইতিহাসের সেরা পারফরম্যান্স তুলে ধরে বাংলাদেশ। ফুটবল, ক্রিকেট, গলফ, বক্সিং, কারাতে, শুটিং, তায়েকোয়ান্দো ওয়েটলিফটিং এবং উশু মিলিয়ে ১৮টি সোনার পদকসহ মোট ৯৭টি পদক জিতে বাংলাদেশ দল। এর মধ্যে সর্বোচ্চ ৪টি সোনার পদক জিতে কারাতে টিম। ৩টি সোনা জিতে শুটিং দল। প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হয় এসএ গেমসে। আর প্রথমবারেই সোনা জিতে বাজিমাত করে টাইগাররা। ফুটবলেও দীর্ঘদিন পর সোনা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

প্রথমবার ১৯৯৯ সালে নেপালকে হারিয়ে ফুটবলে সোনা জিতেছিল লাল-সবুজের জার্সিধারীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর