বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্সার মাঠে ডর্টমুন্ড

ক্রীড়া ডেস্ক

বার্সার মাঠে ডর্টমুন্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবং ফেবারিট বার্সেলোনা। ‘ই’ গ্রুপের ম্যাচে লিভারপুল মুখোমুখি হচ্ছে নেপোলির। প্রথম লেগে নেপোলির কাছে ২-০ গোলে হেরেছিল লিভারপুল। তবে পরবর্তীতে সেই হারের ধাক্কা সামলে ই গ্রুপের শীর্ষে ওঠে এসেছে অলরেডরা (৯ পয়েন্ট)। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেপোলি। আজ যারাই জিতবে, নকআউটপর্ব নিশ্চিত হবে তাদের। অবশ্য গত কয়েক সপ্তাহের পারফরম্যান্সের বিচারে অনেকটাই এগিয়ে আছে লিভারপুল। অলরেডরা ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো অপরাজিত। অন্যদিকে নেপোলি একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়েই চলেছে।



এদিকে আজ নকআউটপর্ব নিশ্চিত করতে মাঠে নামবে বার্সেলোনাও। ‘এফ’ গ্রুপের ম্যাচে কাতালানরা নিজেদের মাঠে মুখোমুখি হবে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের। কাতালানরা ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৭ পয়েন্ট নিয়ে ঠিক পিছনেই আছে বুরুসিয়া ডর্টমুন্ড। এই গ্রুপে আছে ইন্টার মিলানও। তারা আজ চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের মুখোমুখি হবে। ইন্টার মিলান ৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে গতবার সেমিফাইনাল খেলা আয়াক্স।

তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি। এইচ গ্রুপে ৭ পয়েন্ট করে সংগ্রহ করেছে তিনটি ক্লাব। আয়াক্স, চেলসি ও ভ্যালেন্সিয়া। তবে হেড-টু-হেড ও গোল ব্যবধানে এগিয়ে থাকায় আয়াক্স এক নম্বরে, চেলসি দুই নম্বরে এবং ভ্যালেন্সিয়া তিন নম্বরে অবস্থান করছে। এইচ গ্রুপ থেকে কারা নকআউটপর্বে খেলবে তা আজই নিশ্চিত হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর