বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ম্যানইউ আসবে জুলাইয়ে!

ক্রীড়া প্রতিবেদক

ম্যানইউ আসবে জুলাইয়ে!

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা -বাফুফে

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড সামনের বছরের জুলাই মাসে ঢাকায় আসবে। আগেই গুঞ্জন ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানইউর আগমনও। গতকাল ম্যানইউর চার কর্তা এসেছেন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিভিন্ন রকমের ঘাস দেখে প্রশ্ন তুললেও ম্যানইউ আসবে বলেই জানিয়েছে। তবে এজন্য গুনতে হবে বড় অঙ্কের অর্থ। ঢাকায় আসার জন্য তিন মিলিয়ন ইউরো দাবি করেছে ম্যানইউ কর্তারা। ক্লাবের প্রতিনিধি দলে ছিলেন ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতিম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান এবং দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস। ম্যানইউর সম্ভাব্য আগমন তারিখ ধরা হয়েছে ২৩ অথবা ৩০ জুলাই। এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ম্যানইউর প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল প্রতিপক্ষ নিয়েও আলোচনা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে প্রিমিয়ার লিগের সেরা একাদশের নাম। অবশ্য এখনো তা চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইতে ম্যানইউকে ঢাকার মাঠে খেলতে দেখবে বাংলাদেশের দর্শকরা। যে দলে আছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা পল পগবা, ইংল্যান্ডের র‌্যাশফোর্ডসহ আরও অনেক খ্যাতিমান তারকা ফুটবলার। অবশ্য এর আগে ঢাকার মাঠে আর্জেন্টিনার ম্যাচ হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তা আর বাস্তবায়ন করা যায়নি অর্থের অভাবে। ম্যানচেস্টার ইউনাইটেডের দাবি মেটানো কতটা সম্ভব তা সময়ই বলে দিবে। তবে রেড ডেভিলদের ঢাকার মাঠে দেখার আশা করতেই পারেন ভক্তরা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর