বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
এসএ গেমস ২০১৯

কাবাডির লক্ষ্য সোনার পদক

ক্রীড়া প্রতিবেদক

এসএ গেমসের ১৩তম আসর শুরু হবে ১ ডিসেম্বর থেকে। তবে গতকাল থেকেই ভলিবলের লড়াই শুরু হয়ে গেছে। আসন্ন এসএ গেমসে বাংলাদেশ দল বেশ কয়েকটা ইভেন্টে সোনার পদক জয়ের আশা করছে। এর মধ্যে কাবাডিও আছে। গতকাল কাবাডি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমাদের ছেলেরা খুব ভালো প্রস্তুতি নিয়েছে। তারা সোনার পদক জয়ের লক্ষ্যেই খেলবে। আশা করি, এসএ গেমস থেকে সোনা জিতেই ফিরবে আমাদের দল।’ এসএ গেমসে কাবাডিতে বাংলাদেশ কখনোই সোনা জিতেনি। তিনবার ফাইনাল খেললেও প্রতিবারই হেরেছে ভারতের কাছে। এবার কাবাডিতে ভারত না থাকায় বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। অবশ্য কাবাডিতে পাকিস্তানও বেশ শক্তিশালী দল। গতকাল পুলিশ হেড কোয়ার্টারে একই সঙ্গে দুটি অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। প্রথমটি ছিল যুব খেলোয়াড়দের সংবর্ধনা এবং দ্বিতীয়টি আসন্ন এসএ গেমসের জন্য জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) দলের নাম ঘোষণা। কিছুদিন আগে ইরান থেকে কাবাডির যুব বিশ্বকাপে তৃতীয় হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়।

সর্বশেষ খবর