শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এস এ গেমসে বাংলাদেশের দ্রুততম মানব

১৯৮৫ সাল। ঢাকায় আয়োজন করা হয় দ্বিতীয় সাফ গেমসের (বর্তমান এসএ গেমস)। পদক তালিকায় সেরা তিনে না থাকলেও সেবার বাংলাদেশ চমক দেখিয়েছিল। আর তা ফিল্ডের সেরা আকর্ষণ অ্যাথলেটিকস ঘিরে। এই ইভেন্টে সোনা পাওয়ার সম্ভাবনা থাকলেও কেউ দ্রুততম মানব হবেন তা ছিল স্বপ্নই। সেই স্বপ্ন পূরণ করেন শাহ আলম। ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে দেশকে এনে দেন সোনা।

সেসঙ্গে পেয়ে যান দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবের খেতাব। দেশের এ কৃতী সন্তানকে অকালে চলে যেতে হয় না ফেরার দেশে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হন শাহ আলম। ১৯৯৩ সালেও ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসে দ্রুততম মানব হন বাংলাদেশের বিমল তরফদার।

সর্বশেষ খবর