রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার মাস পর বল করলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

চার মাস পর বল করলেন মাশরাফি

বিশ্বকাপ ক্রিকেটের পর পুরোপুরি আড়ালে চলে যান মাশরাফি বিন মর্তুজা। অনেকে তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। চলতি বছরের জুলাইয়ের ৫ তারিখ লর্ডসে পাকিস্তানের বিপক্ষে শেষবার বল করেন টাইগার অধিনায়ক। এরপর ব্যস্ত ছিলেন শুধু রাজনীতি নিয়ে। তিনি আদৌ খেলবেন কি না, এ নিয়ে সন্দেহ থাকায় বিপিএলের বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’-এ প্লেয়ার্স ড্রাফটের প্রথম দুই কলে ফ্র্যাঞ্চাইজিরা সুযোগ নেননি দলভুক্ত করার। শেষ পর্যন্ত অবশ্য ‘ঢাকা প্লাটুন’ তাকে নিয়েছে। ঢাকা অনুশীলন শুরু করেছে বেশ কয়েকদিন। কিন্তু গতকালই প্রথম বোলিং করেন মাশরাফি এবং সেটা চার মাস পর। দিনের হিসেবে ১২১ দিন পর।

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার ঢাকা প্লাটুনকে নেতৃত্ব দিবেন কি না, স্পষ্ট কোনো ধারা পাওয়া যায়নি। তবে দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন আত্মবিশ্বাসী স্বরে মাশরাফির পারফরম্যান্স নিয়ে, ‘মাশরাফিকে নেওয়া হয়েছে পুরো আসর খেলানোর জন্য। আমার মনে হয় সে ভালো পারফর্ম করবে।’ টাইগার ওয়ানডে অধিনায়ক প্রস্তুত নিজেকে প্রমাণ দেওয়ার। ৩৬ টেস্ট, ২১৭ ওয়ানডে ও ৫৪ টি-২০ খেলা মাশরাফি বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলেন গত কয়েকদিন অনুশীলন করে। ফিটনেস নিয়ে কাজ করেছেন। গতকাল বোলিং করেছেন জাতীয় দলের ফিজিও মারিও ভিলাভারায়ানের পরামর্শ নিয়ে। দীর্ঘ চার মাস বোলিংয়ে কিছুটা ছন্দহীন ছিলেন। উইকেটের এদিক-ওদিক বল ফেলেছেন। লাইনের নিয়ন্ত্রণও কম ছিল। তারপরও দেশের সবচেয়ে অভিজ্ঞ পেসারের বোলিংয়ে সন্তুষ্ট কোচ সালউদ্দিন, ‘যখন সে বোলিং যখন করেছে, তখন ফিজিওর সঙ্গে কথা বলেছে। বোলিং করার সময় তার কোনো ব্যথা ছিল না। আমার মনে হয়েছে সে স্বাভাবিকই আছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের এবারের আসরটির নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’। সাত দলের টুর্নামেন্টে নিষিদ্ধ থাকায় নেই সাকিব আল হাসান। মাশরাফির হয়তো এটাই শেষ আসর। বিদায়ী আসরটিকে স্মরণীয় করে রাখতে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন দেশসেরা অধিনায়ক। ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিনের বিশ্বাস মাশরাফি নিজেকে মেলে ধরতে সর্বোচ্চটাই ঢেলে দিবে, ‘আমার চেয়ে মনে হয় মাশরাফিই বেশি মোটিভেটেড। ফিট হওয়ার জন্য অনেক কিছুই করছিল। কেউ হয়তো দেখেনি। শরীরের ওজন কমিয়েছে। ফিট হওয়ার চেষ্টা করছে। আমার মনে হয়, সে নিজেই ভালো করার জন্য মোটিভেটেড।’

বঙ্গবন্ধু বিপিএল শুরু ১১ ডিসেম্বর এবং জমকালো উদ্বোধন ৮ ডিসেম্বর।

সর্বশেষ খবর