রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বার্সার সামনে আজ অ্যাটলেটিকো চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় কঠিন এক ম্যাচ খেলতে নামছে বার্সেলোনা। আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে নামবে কাতালানরা। লা লিগায় ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার চার নম্বরে। দুই দলের লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ। কাতালানদের সামনে শীর্ষে ওঠার চ্যালেঞ্জ। অন্যদিকে অ্যাটলেটিকোর সামনে শীর্ষ চারে টিকে থাকার লড়াই। চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদেরকে ‘ড্র স্পেশালিস্ট’ হিসেবে প্রমাণ করেছে। ১৪ ম্যাচের মধ্যে ৭টিতেই তারা ড্র করেছে। হেরেছে মাত্র ১টিতে। চলতি মৌসুমে লা লিগায় এটাই সবচেয়ে কম পরাজয়ের ঘটনা। অবশ্য গতকাল বিকাল পর্যন্ত রিয়াল মাদ্রিদও এক ম্যাচে পরাজিত হয়েছিল। আজ বার্সেলোনার সামনে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স ভাঙারই চ্যালেঞ্জ। গত সেপ্টেম্বরে রিয়াল সুসিদাদের কাছে পরাজিত হওয়ার পর লা লিগায় টানা ১১ ম্যাচ অপরাজিত অ্যাটলেটিকো মাদ্রিদ। এর মধ্যে অবশ্য জয় পেয়েছে মাত্র ৩ ম্যাচে। অন্যদিকে বার্সেলোনা নভেম্বরেই লেভান্তের কাছে ৩-১ গোলে হেরেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্স ভেদ করে মেসি-সুয়ারেজ-গ্রিজমানরা জয় নিয়ে বাড়ি ফিরতে পারবেন কি না দেখা যাক!

সর্বশেষ খবর