সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অস্ট্রেলিয়া জয়ের প্রহর গুনছে

ক্রীড়া ডেস্ক

গোলাপি বলে প্রথম ট্রিপল সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। অ্যাডিলেডে পাকিস্তানি বোলারদের সাধারণ মানে নামিয়ে অবিশ্বাস্য ৩৩৫ রানের হার না মানা ইনিংস খেলে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়েছেন বাঁ হাতি অসি ওপেনার। প্রতিপক্ষের ব্যাটিং দেখে উদ্বুদ্ধ হয়ে ৮ নম্বর পজিশনে সেঞ্চুরি  করেন লেগ স্পিনার ইয়াসির শাহ। তার প্রতিরোধে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রানের জবাবে প্রথম ইনিংসে সফরকারী পাকিস্তানের সংগ্রহ ছিল ৩০২ রান। ২৮৭ রানে এগিয়ে থাকায় ফলোঅনে পাঠায় সফরকারীদের। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৩৯ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট। আজ ইনিংস হার এড়াতে হাতে ৭ উইকেট নিয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা। স্বাগতিকদের পর্বতসমান স্কোরের বিপক্ষে খেলতে নেমে মিচেল স্টার্কের গতিতে দিশেহারা হয়ে এক পর্যায়ে ৯৬ রানে ৬ উইকেট খুঁইয়ে বেসামাল হয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে আট নম্বরে ব্যাট করতে নেমে ১১৩ রানের বীরোচিত ইনিংস খেলেন ইয়াসির। ২১৩ বলের ইনিংসটি ম্যাচে ফেরায় সফরকারীদের। আট নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সংখ্যা এ নিয়ে পঞ্চম। আগের চারটি করেছিলেন ওয়েষ্ট ইন্ডিজের ক্লেয়ারমন্তে, গ্যারি আলেকজান্ডার, ইংল্যান্ডের ম্যাট প্রিয়র এবং ভারতের ঋদ্ধিমান সাহা।

সর্বশেষ খবর