সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কে পাচ্ছেন ব্যালন ডি’অর?

ক্রীড়া ডেস্ক

কে পাচ্ছেন ব্যালন ডি’অর?

লিওনেল মেসি নাকি ফন ডাইক। নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? কে জিতবেন ব্যালন ডি’অর? আজ রাতেই প্যারিসে এক ঝমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গত বছর মেসি-রোনালদোর এক দশকের আধিপত্য শেষ করে ব্যালন ডি’অর ট্রফি জিতেছিলেন লুকা মডরিচ। তিনি গত বছর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছেন। জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগও। আর গত মৌসুমে লিওনেল মেসি অসাধারণ সময় কাটিয়েছেন। তিনি লা লিগা এবং কোপা দেল রে কাপের শিরোপা জিতেছেন বার্সেলোনার জার্সিতে। গত মৌসুমে সবমিলিয়ে গোল করেছেন ৫০ ম্যাচে ৫১টি। অন্যদিকে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ফন ডাইক। তবে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন মেসি। এই কারণেই ব্যালন ডি’অরেও মেসিকেই সেরা মানছেন সমালোচকরা। অবশ্য ফন ডাইকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো খুব একটা ভালো সময় কাটাতে পারেননি গত মৌসুমে। জুভেন্টাসের জার্সিতে ইতালিয়ান সিরি এ লিগের শিরোপা জিতেছেন। তবে ৪৩ ম্যাচে মাত্র ২৮ গোল করেছেন রোনালদো। সবমিলিয়ে ব্যালন ডি’অরেও মেসি আর ফন ডাইকই এগিয়ে আছেন। কে জিতবেন, তা কেবল আজ রাতেই জানা যাবে। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেই পাঁচটি করে ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর