সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
এসএ গেমস
বাংলাদেশের সেরা প্রাপ্তি

পুল কাঁপালেন মোশাররফ

পুল কাঁপালেন মোশাররফ

১৯৮৪ সালে নেপালে প্রথম সাফ গেমসে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। ১৯৮৫ সালে ঢাকায় দ্বিতীয় গেমসে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেন কিংবদন্তি সাঁতারু মোশাররফ হোসেন। পল্টন ময়দান সংলগ্ন অনুষ্ঠিত সাফ গেমসে বাংলাদেশের হয়ে একাই পাঁচটি সোনা জেতেন। তিনি ২০০ মিটার ব্রেক স্ট্রোক, ১০০ ও ২০০ মিটার বাটার ফ্লাইতে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। ৪ ী ১০০ মিটার মিডল এ রিলে বজলু, হারুন ও ঢালিকে নিয়ে সোনা জেতেন মোশাররফ। মিডলেতে তার সঙ্গী ছিলেন মাহবুব, রফিক ও ঢালী। এরপর আরও ১০ টি সাফ গেমস হয়েছে। কিন্তু মোশাররফের মতো এক আসরে এত সোনা কেউ জেতেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর