সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সংক্ষিপ্ত সংবাদ

ব্যবধান বাড়াল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে তারা ১০ জন নিয়েও ২-১ গোলে হারিয়েছে ব্রাইটনকে। ১৪ ম্যাচে লিভারপুল ১৩ জয় এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ম্যাচে দুটি গোল করেন ফন ডাইক। লিভারপুল ছুটে চললেও বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি বেশ পিছিয়ে পড়েছে। শনিবার নিউ ক্যাসন ইউনাইটের মাঠে তারা ২-২ গোলে ড্র করেছে। ২৯ পয়েন্টে তারা দ্বিতীয় স্থানে থাকলেও লিভারপুলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে।

 

শীর্ষে ইন্টার মিলান

সিরি এ লিগে শীর্ষস্থান থেকে নেমে এসেছে জুভেন্টাস। গতকাল তারা ২-২ গোলে ড্র করে সাসুউলোর বিপক্ষে। এ ড্রয়ে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল। অন্যদিকে ইন্টার মিলান ২-১ গোলে স্পার্লকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। ২০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে রাখেন লিওনার্দো। ২ মিনিট পরই কোনাকানি শটে ম্যাচে সমতা আনেন বোগা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে জুভেন্টাস। ৬৮ মিনিটে রোনালদোর গোলে ম্যাচটি ড্র করে তারা।

 

প্রি-সিজন ফুটবল

ফুটবল মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে দলগুলো নিজেদের ভুল-ত্রুটি শুধরিয়ে নেয়। এবার কিছুটা ব্যতিক্রম আনছে সাইফ স্পোর্টিং ক্লাব। তিন দলকে নিয়ে তারা আয়োজন করতে যাচ্ছে প্রি-সিজন টুর্নামেন্ট। ইউরোপিয়ান দলগুলো মৌসুম শুরুর আগে এমন আয়োজন করে থকে। সেই পথ বেছে নিচ্ছে বন্দর নগরীর দলটি। পেশাদার লিগে আর দুই ক্লাব চট্টগ্রাম আবাহনী ও নবাগত পুলিশ এএফসিকে নিয়ে ৪ ডিসেম্বর ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রি-সিজন টুর্নামেন্ট। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর