মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেসি ম্যাজিকে শীর্ষে বার্সা

অ্যাটলেটিকো ০ : ১ বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

মেসি ম্যাজিকে শীর্ষে বার্সা

একদিন আগে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখল করেছিল। কিন্তু বার্সেলোনা আবারও সেই স্থান পুনরুদ্ধার করেছে। রবিবার গভীর রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়েছিল কাতালানরা। ঘাম ঝরানো ম্যাচে মেসি ম্যাজিকে শেষ পর্যন্ত জয় নিয়েই বাড়ি ফিরেছে ভালভার্দের দল। ১-০ গোলের এ জয়ে লা লিগার শীর্ষেও ওঠে এসেছে। লা লিগায় এই নিয়ে বার্সেলোনার বিপক্ষে টানা ১৯ ম্যাচে জয়শূন্য রইল অ্যাটলেটিকো।

লা লিগায় দুই ফেবারিটের লড়াই ছিল। এ লড়াইয়ে উত্তেজনা তো কিছুটা ছড়াবেই। অ্যাটলেটিকো মাদ্রিদের আক্রমণগুলো প্রতিহত করতে গিয়ে বার বারই বার্সেলোনা বিপদে পড়েছে। অনেকটাই সামলেছেন জার্মান গোলরক্ষক টের স্টেগান। নিশ্চিত কয়েকটা গোল বাঁচিয়েছেন তিনি। অবশ্য দ্বিতীয়ার্ধে বার্সেলোনাও বেশ কয়েকটাই যুতসই আক্রমণ করেছে। তবে গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিই বার্সেলোনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। ম্যাচের ৮৭তম মিনিটে নিজেদের সীমানা থেকে রবের্তোর বাড়ানো পাস ধরে বিদ্যুৎ গতিতে ছুটে যান মেসি। কিছুদূর এগিয়ে সুয়ারেজকে বল বাড়িয়ে এগিয়ে যান বাঁ দিকে। মুহূর্তেই দিক বদলে সুয়ারেজ পাস বাড়িয়ে দেন মেসিকে। আর ডি-বক্সের কিনারা থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে ম্যাচেরই গতিপথ বদলে দেন আর্জেন্টাইন তারকা। এই গোলের পরই উল্লাসে ফেটে পড়ে বার্সেলোনা সমর্থকরা। এ জয়ে ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। সমান ২৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে আছে রিয়াল সুসিদাদ ও অ্যাথলেটিক বিলবাও। আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

 

সর্বশেষ খবর