মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অস্ট্রেলিয়ার জয় ইনিংস ও ৪৮ রানে

‘আলোচনা হয়েছে বিতর্ক হয়নি’

ওয়ার্নার ইস্যু নিয়ে টিম পেইন

ক্রীড়া ডেস্ক

‘আলোচনা হয়েছে বিতর্ক হয়নি’

সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া দল -এএফপি

চার দিনেই খেলা শেষ! অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে ইনিংস ও ৪৮ রানের বিশাল ব্যবধানে। অস্ট্রেলিয়ার উচ্ছ্বসিত হওয়ার দিনেও পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক টিম পেইনকে শুনতে হয়েছে, ওয়ার্নারকে লারা রেকর্ড ভাঙার জন্য সময় না দেওয়ার বিষয়ে প্রশ্ন!

স্ট্রাইক রেট ৮০-র উপরে থাকার পরও কেন ওয়ার্নারকে সুযোগ দেওয়া হয়নি? টিম পেইনের উত্তর, ‘এ নিয়ে কোনো বিতর্ক হয়নি। তবে আলোচনা হয়েছে! ইনিংস ঘোষণার জন্য সময় বেঁধে দেওয়া ছিল। আমাদের লক্ষ্য জয় এবং র‌্যাঙ্কিংয়ে উপরে ওঠা। আমাদের লক্ষ্য ছিল যত দ্রুত জয় নিশ্চিত করা সম্ভব হয়, ততই ভালো।’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে ৬ উইকেট হারানোর পরও পাকিস্তান করেছিল ৩০২ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়ে যায় মাত্র ২৩৯ রানেই। প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছিলেন পেসার মিচেল স্টার্ক, আর দ্বিতীয় ইনিংসে ঘূর্ণি জাদু দেখিয়েছেন নাথান লিওন। একাই নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ওপেনার শান মাসুদ। হাফ সেঞ্চুরি করেছেন আসাদ শফিক। তার ব্যাট থেকে এসেছে ৫৭ রান। এছাড়া রিজওয়ান করেছেন ৪৫ রান। ২৩৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

ম্যাচসেরা ওয়ার্নার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আরেকবার যে ব্যাট করতে নামতে হয়নি এতেই আমি ভীষণ খুশি। আমি খুবই ক্লান্ত ছিলাম।’

সর্বশেষ খবর