মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

যে কারণে অনন্য ক্লিসিনা

ক্রীড়া ডেস্ক

যে কারণে অনন্য ক্লিসিনা

ডারিয়া ক্লিসিনা, রাশিয়া

ডারিয়া ক্লিসিনা - লং জাম্পার। রাশিয়ার এই নারী অ্যাথলেটে প্রথমে ছিলেন ভলিবল খেলোয়াড়। কিন্তু তার অ্যাথলেট বাবা-মা ১৩ বছর বয়সে লং জাম্পের অনুশীলনে পাঠিয়ে দেন। এরপর জুনিয়র পর্যায়ে রেকর্ড গড়েন। ২০১১ ও ২০১৩ সালে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেন। ২০১৭ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটুর জন্য সোনা মিস করেছেন, জেতেন সিলভার। তবে ক্লিসিনাকে বিশ্ব চেনে সেরা আবেদনময়ী নারী অ্যাথলেট হিসেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর