মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৩ বল ০ রানে ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

১৩ বল ০ রানে ৬ উইকেট

অঞ্জলির বোলিং স্পেল ২.১-০-০-৬

এর আগে কেউ কখনো তার নাম শোনেনি। নিজের দেশ নেপালেও খুব একটা পরিচিত নন। কিন্তু ক্রিকেট বিশ্ব তার নাম জেনেছে। ঘরের মাঠে খেলতে নেমেই নেপালের বাঁ হাতি ক্রিকেটার অঞ্জলি চাঁদ কাল মালদ্বীপের ক্রিকেটকে আকাশ ঘোর অমানিশায় ঢেকে দেন। এস এ গেমসের অভিষেক ম্যাচে কাল বল হাতে রেকর্ড গড়েছেন। এ যেনতেন রেকর্ড নয়, ছেলে-মেয়ে মিলিয়ে টি-২০ ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং রেকর্ড। ছেলেদের ইতিহাসে সেরা রেকর্ড ভারতের দীপক চাহারের, ৭ রানে ৬ উইকেট। অঞ্জলির রেকর্ড অবিশ্বাস্য! ০ রানে ৬ উইকেট! যার শেষ তিনটি আবার হ্যাটট্রিক। এজন্য তাকে বল করতে হয়েছে ২.১ ওভার বা ১৩ বল।

আইসিসি তার সদস্য দেশগুলোকে টি-২০ ক্রিকেটের মর্যাদা দিয়েছে। এরপর থেকেই রেকর্ডের ছড়াছড়ি। নেপালের বিপক্ষে গতকাল খেলতে নেমে মাত্র ১৬ রানে গুটিয়ে গেছে মালদ্বীপ। অঞ্জলি বোলিংয়ে আসেন মালদ্বীপের স্কোর যখন ৬ ওভারে ১৫ রানে ৪ উইকেট। প্রথম ওভারেই নেন ৩ উইকেট। রান দেননি একটিও। পরের ওভারের প্রথম চার বলে উইকেট না পেলেও শেষ দুই বলে নেন দুই উইকেট। হ্যাটট্রিক করেন তৃতীয় ওভারের প্রথম বলে। নেপাল ম্যাচটি জিতেছে ১০ উইকেটে মাত্র ৫ বল খরচ করে। টি-২০ ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন চারটি স্কোর আফ্রিকান প্রতিনিধি মালির, যথাক্রমে ৬, ১০, ১১ ও ১৪ রান। অবশ্য ১৪ রানে অলআউট হয়েছিল চীনও। ওই ম্যাচে মালয়েশিয়ার মাস এলিসা, ৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর