বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্বাচনের পথে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

ক্যাসিনো কাে  মতিঝিল ক্লাবপাড়া নিস্তেজ হয়ে পড়েছিল। বিশেষ করে ক্যাসিনোর গড ফাদারের তালিকায় লোকমান হোসেন ভূঁইয়ার নাম থাকায় ঐতিহ্যবাহী মোহামেডানের ঐতিহ্য ম্লান হয়ে যায়। তিনি এখন গ্রেফতার হয়ে কারাগারে। রিমান্ডে লোকমান শুধু অপকর্মের কথা স্বীকারই করেননি বলেছেন অস্ট্রেলিয়ায় ৪১ কোটি টাকা পাচারের কথা। মোহামেডানের নিবেদিতপ্রাণ বলে পরিচিত সাবেক তারকা ফুটবলার বাদল রায় বলেছেন, ‘লোকমান গংরা ক্লাবে অপকর্মের পাহাড় গড়ে তুলেছিল। মোহামেডানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।

এতটা সংকটাপন্ন অবস্থা ছিল যে আসছে মৌসুমে মোহামেডানে ফুটবল দলগড়া অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বাদল রায়ের নেতৃত্বে দলের সাবেক ফুটবলার ও অভিজ্ঞ সংগঠকরা এগিয়ে আসায় তারুণ্যনির্ভর দল গড়া হয়েছে। বিশিষ্ট সাংবাদিক মোজ্জামেল হক বাবুও এক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা করেছেন। মোহামেডানের চোখ এখন যোগ্যদের স্থান দিয়ে শক্তিশালী কমিটি গঠন করা। আদালত মোহামেডানকে নির্দেশও দিয়েছে আট সপ্তাহে এজিএম সম্পন্ন করা। সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে এ দায়িত্ব দিয়েছে আদালত। এজিএম থেকেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা হবে। বাদল রায় বলেন, ক্রীড়াপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান মোহামেডান তার চেনা রূপে ফিরে আসুক। তাই লক্ষ্য একটাইÑ যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে মোহামেডানে শক্তিশালী কমিটি গঠন করা।’

সর্বশেষ খবর