শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টিকে রইল ফুটবলে সোনার স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক

টিকে রইল ফুটবলে সোনার স্বপ্ন

মাহাবুবুর রহমান সুফিল

ভুটানের কাছে হার। মালদ্বীপের বিপক্ষে ড্র। এ অবস্থায় এসএ গেমসে সোনার লড়াইয়ে টিকে থাকতে হলে গতকাল বাংলাদেশকে জিততেই হতো। মাহবুবুর রহমান সুফিলের গোলে ঠিকই হারিয়েছে শ্রীলঙ্কাকে। এর পরও জামাল ভূঁইয়াদের ভাগ্য সুতোর ওপর ঝুলছে। ফাইনাল খেলতে হলে নেপালকে হারালেই চলবে না, সেই সঙ্গে ভুটানের কাছে পয়েন্ট হারাতে হবে নেপালকে। ভুটান দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। সে ক্ষেত্রে হারলেও তাদের কিছু যায় আসবে না। বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে তাহলে পয়েন্ট হবে ৭। অন্যদিকে ভুটান হারলে নেপালেরও পয়েন্ট হবে ৭। এ অবস্থায় তখন গোল পার্থক্যের বিচারে একটি দল ফাইনালে যাবে। বাংলাদেশের একটাই পথ খোলা আছে- নেপালকে হারানো ও সেই সঙ্গে নেপালের বিরুদ্ধে ভুটানের জয়। এত যদির ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। যাক, এখনো যে বাংলাদেশের সম্ভাবনা টিকে আছে এটাই বড় কথা। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেললেও এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দল জ্বলে উঠতে পারছে না। অথচ বাংলাদেশ অধিকাংশ জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গেমসে অংশ নিচ্ছে।

সর্বশেষ খবর