শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
এস এ গেমস কর্নার

পদক জেতা হলো না জহিরের

এবার দুই অ্যাথলেট অসুস্থ

এক সময় অ্যাথলেটদের দাপটে প্রতিপক্ষরা ছিল দিশাহারা। এসএ গেমসে তিনবার দ্রুততম মানব হওয়ার রেকর্ড রয়েছে বাংলাদেশের। সেখানে কি না দীর্ঘসময় সোনা খরায় বন্দী অ্যাথলেটরা। ২০০৬ সালের পর গেমসে অ্যাথলেটিকসে সোনা আসেনি। সোনা সোনার হরিণ হয়ে দেখা দিয়েছে। এবারও প্রত্যাশাটা ক্ষীণ। তবু ফেডারেশনের বক্তব্য ছিল ৪০০ মিটার ¯িপ্রন্টে জহির রায়হানের সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। জহিরও বলেছিলেন দেশকে বড় কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। দুর্ভাগ্য জহিরের হিটে ভালোমতো টিকে গেলেও পদকের লড়াইয়ে তিনি আর অংশ নিতে পারেননি। কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে প্রথম হিটে ৪৮.২০ সেকেন্ডে দ্বিতীয় হন জহির। দ্বিতীয় হিটে ৫০.২০ সেকেন্ড সময় নিয়ে আবু তালেব হন চতুর্থ। কিন্তু হিট শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় দুই অ্যাথলেটকে। উচ্চতাজনিত কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তাদের। স্টেডিয়াম থেকেই দুজনকে অ্যাম্বুলেস করে পাশের বলুক্রস হাসপাতালে নেওয়া হয়।

দেওয়া হয় অক্সিজেন। ঘণ্টাখানেক পরই জহির ও তালেব কিছুটা সুস্থ হয়ে ওঠেন। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক পলরাওয়ান সাংবাদিকদের জানান, জহিরের পাল্স রেট ২০০ বেশি। যা স্বাভাবিক নয়। জহির ফাইনালে খেলতে চান, চিকিৎসকরা জানান, এটা তার নিজস্ব ব্যাপার। তবে এ অবস্থায় দৌড়ালে অবস্থা আরও সিরিয়াস হওয়ার শঙ্কা রয়েছে। আর এভাবে শেষ হয়ে যায় জহিরের পদক  জেতার আশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর