মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছেলেদের ক্রিকেটেও সোনালি ঝিলিক

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে

ছেলেদের ক্রিকেটেও সোনালি ঝিলিক

পুরস্কার মঞ্চে ওঠে এলেন শান্ত-সৌম্যরা। একে একে সবার গলায় পরিয়ে দেওয়া হলো সোনার পদক।  বেজে উঠল জাতীয় সংগীত। ক্রিকেটাররা বুকে হাত  বেঁধে গাইলেন। পাশাপাশি হয়ত দৃঢ় অঙ্গীকারও করলেন্লএভাবেই দেশের পতাকা সমুন্নত রাখবেন। সাফল্য উপহার দিবেন ভবিষ্যতে। ২০১০ সালের মতোই এসএ গেমসে ক্রিকেটে সোনার পদক জিতেছে বাংলাদেশ। গতকাল ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। ১১ বল হাতে  রেখেই দুর্দান্ত এক জয় তুলে নেন শান্ত-সৌম্যরা। এ জয়ে ক্রিকেটে কেবল সোনা ধরেই রাখেনি বাংলাদেশ পাশাপাশি দারুণ এক রেকর্ডেরও সাক্ষী হয়ে রইল। এবারের এসএ গেমসে ১৯ নম্বর সোনাটা যে এল ক্রিকেটের হাত ধরেই। এর আগে মেয়েরাও ক্রিকেটে বাংলাদেশকে সোনার পদক উপহার দিয়েছে।

গতকাল ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত  নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ১২২ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সাম্মু আসান সর্বোচ্চ ২৫ রান করেন। হাসান মাহমুদ ২০ রানে নেন ৩ উইকেট। জবাবে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৩৫ রান, সাইফ হাসান ৩৩, সৌম্য সরকার ২৭ এবং ইয়াসির আলী অপরাজিত ১৯ রান করেন। কামিন্দু মেন্ডিস ৯ রানে নেন ১ উইকেট। এমন এক জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ফাইনাল ম্যাচটি গুরুত্বপূর্ণ বলে আগের ম্যাচে অনেক খেলোয়াড়কে খেলাইনি। আর ওই ম্যাচে হারটাই আমাদেরকে তাতিয়ে দিয়েছিল। আজ তা কাজে লেগেছে।’ জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘সোনার পদক জয়ের অনুভূতিটা ভিন্ন।’প্রথম দিন যখন আমরা উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, সেদিনই সবাই  রোমাঞ্চিত হয়েছিলাম যে এখনে সোনা জিততে হবে। অনেক ট্রফিই পেয়েছিলাম, ব্যক্তিগতভাবেও অনেক কিছু পেয়েছিলাম। তবে এ জয়ের অনুভূতি ভিন্ন রকমের।’

সৌম্য সরকার বলেন, ‘অনুভূতিটা অবশ্যই ভিন্ন। এরকম একটা টুর্নামেন্টে এসে জিততে  পেরেছি। আমি অনেক খুশি যে দলের সবাই ভালো পারফরম্যান্স করেছে।’ ইমার্জিং কাপের ফাইনালে পরাজয়টা এসএ গেমসে কাজে লেগেছে বলেও জানালেন সৌম্য।

বাংলাদেশ দল যখন মাঠে ট্রফি হাতে ও গলায় পদক ঝুলিয়ে উৎসব করছিল তখন গ্যালারির এক পাশে লাল সবুজের পতাকা হাতে আসা দর্শকের মুখে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর ছিল ত্রিভূবনের মাঠ।

সর্বশেষ খবর