মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু জাদুঘরে মাশরাফি তামিমরা

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাদুঘরে মাশরাফি তামিমরা

২০২০ সাল ‘মুজিববর্ষ’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি আয়োজন করছে বঙ্গবন্ধু বিপিএল। বিপিএলের বিশেষ আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনের পৃষ্ঠপোষকতা করেছে বসুন্ধরা গ্রুপ। বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিচ্ছে ৭টি দল। তাদের অন্যতম ঢাকা প্লাটুন। মোহাম্মদ সালাউদ্দিনের কোচিংয়ে দলটিতে খেলবেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভদের মতো ক্রিকেটাররা। দলটি বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জিততে কঠোর অনুশীলন করছে। গতকাল বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছে দলটি। প্রায় ১ ঘণ্টা অবস্থানকালে ক্রিকেটাররা ঘুরে ঘুরে দেখেছেন বঙ্গবন্ধুর রেখে যাওয়া নানা নিদর্শন। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নানা স্মৃতি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাশরাফিরা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল পথভ্রষ্ট অফিসার ও সৈনিকের গুলিতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। শুধু বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

সর্বশেষ খবর