মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফুটবলে লজ্জা

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে লজ্জা

সাউথ এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে অনূর্ধ্ব-২৩ ফুটবলার অংশ নিয়ে থাকেন। তবে সিনিয়র তিন জনের মাঠে নামার সুযোগ আছে। এবার এসএ গেমসে ফুটবলে বাংলাদেশের জাতীয় দলই খেলেছে। অধিকাংশ খেলোয়াড়দের বয়স কম থাকায় নেপালে উড়ে যায়। তবুও হতাশায় ডুবাল জামাল ভূঁইয়ারা। ভারত খেলেনি বলে সোনা জয়ের প্রত্যাশা ছিল দেশবাসীর। ফাইনালে খেলতেই পারল না। চার ম্যাচে ভুটান ও নেপালের কাছে হার। মালদ্বীপের বিপক্ষে ড্র করে চার পয়েন্ট নিয়ে তামাতেই বন্দী থাকল বাংলাদেশ। হলো না সোনা উদ্ধার। বিশ্বকাপ বাছাইপর্বে নৈপুণ্য প্রদর্শন করেছে। এসএ গেমসে ব্যর্থতায় ফুটবল শিবিরে ফের হতাশা নেমে এলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর