মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশকে দিবা-রাত্রি টেস্টের প্রস্তাব পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির সূচিতে পাকিস্তান সফর রয়েছে বাংলাদেশের। জানুয়ারির শেষ দিকে ২ টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ খেলতে যাওয়ার কথা টাইগারদের। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। তারপরও পাকিস্তান সফর নিশ্চিত হয়নি। পাকিস্তানের প্রস্তাবে এখনো কিছু জানায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছু না জানালেও পাকিস্তান দিবা-রাত্রির টেস্টের প্রস্তাব দিয়েছে। টেস্টটির সম্ভাব্য ভেন্যু করাচি। নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশ।

পাকিস্তানের মাটিতে ২০০৯ সালের পর আর কোনো দেশ টেস্ট খেলেনি। ১০ বছর আগে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। ওই হামলায় ৮ জন নিহত হয়েছিলেন। এরপর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করা হয়। যদিও পাকিস্তান হোম ভেন্যু হিসেবে শারজাহকে ব্যবহার করে পূর্ণাঙ্গ সিরিজ খেলছিল নানা দেশের বিপক্ষে। এখন অবশ্য অবস্থার পরিবর্তন হয়েছে। কয়েকদিন আগে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। এখন টেস্ট সিরিজ খেলতে যাবে। পাকিস্তান চাইছে বাংলাদেশও সফর করুক। তবে বিসিবি ইতিমধ্যেই নিরাপত্তা পরিদর্শক দল পাঠিয়েছে দেশটিতে। তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি জানান সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘নিরাপত্তা পরিদর্শকের রিপোর্টের অপেক্ষায় আছি আমরা।’ মূল কথা হচ্ছে, বাংলাদেশ সরকারের অনুমতি মিললেই পাকিস্তান সফরে যাবে ক্রিকেট দল।

নিরাপত্তা পরিদর্শকের রিপোর্ট পায়নি বিসিবি। তবে মহিলা ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফর করেছে। এর আগে আরও একবার পাকিস্তান সফরে গিয়েছিল সালমা বাহিনী। বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ পাকিস্তান সফর করে ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে। এরপর গত ১১ বছরে কখনোই যায়নি। যদিও ঘরের মাটিতে পাকিস্তানকে আতিথেয়তা দিয়েছে। কয়েক বছর আগে পাকিস্তান সফর করতে অনীহা জানানোয় বিসিবিকে মোটা অংকের জরিমানা গুনতে হয়েছিল।     

সর্বশেষ খবর