মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট!

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের মাটিতে ২০০৯ সালের পর আর কোনো টেস্ট হয়নি। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে জঙ্গি হামলার পর দীর্ঘদিন ক্রিকেট থেকেই নির্বাসিত ছিল দেশটি। তবে কিছুদিন টি-২০ ও ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হলেও ১০ বছরের মধ্যে এবারই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানের মতে এটি ‘ঐতিহাসিক মুহূর্ত’।

এই সফরে শ্রীলঙ্কা দুটি টেস্ট খেলবে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তানে অনুশীলন করছে শ্রীলঙ্কা দল। সফরকারী দলের অধিনায়ক করুণারতেচ্ বলেন, ‘পাকিস্তানের এটা আমার প্রথম সফর। ২০০৯ সালে জঙ্গি হামলার পর আমরা পাকিস্তান সফর নিয়ে ভয়েই ছিলাম। কিন্তু শেষ দুই বছরে বেশ কয়েকটি দল পাকিস্তান সফর করেছে। আমরা এখানে ভালো খেলতে এসেছি। আশা করছি নিরাপত্তা নিয়েও চিন্তা করতে হবে না।’

 

সর্বশেষ খবর