বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্দা নামল এসএ গেমসের

পর্দা নামল এসএ গেমসের

স্বর্ণজয়ী ক্রিকেট দলকে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

নেপাল থেকে রেকর্ড গড়ে দেশে ফিরছে বাংলাদেশ দলও। এসএ গেমসের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ১৯ সোনা জয়ের গৌরব নিয়ে বাড়ি ফিরছেন অ্যাথলেটরা

মাত্র ১০ দিনের এক আয়োজন। কিন্তু বিদায় বেলায় নেপালিরা কী আবেগের অবতারণাই না করল। যেন পরম আপন কাউকে বিদায় দিচ্ছে। সত্যিই তো পরম আপনজন। ৫১টা সোনার পদক জয় করা নেপালের জন্য সহজ কথা ছিল না। যারা আগের এসএ গেমসেও সোনা জিতেছিল মাত্র ৩টি! নিজেদের মাটিতে ১৯৯৯ সালে ৩১ সোনা জয়ের রেকর্ডটাই যারা এতদিন গর্ব ভরে বলে বেড়াত। সেই নেপালের জন্য ৫১টা সোনা সত্যিই বিরাট ব্যাপার। হয়ত এ কারণেই বিদায়টা খুব আবেগঘন হলো। মুহুর্মুহু আতশবাজি ফুটল। আয়োজকরা বার বারই জোর গলায় সফল এক গেমস আয়োজনের দাবি করলেন, গেমসের গুরুত্ব তুলে ধরলেন। অবশ্য নেপাল থেকে রেকর্ড গড়ে দেশে ফিরছে বাংলাদেশ দলও। এসএ গেমসের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ১৯ সোনা জয়ের গৌরব নিয়ে বাড়ি ফিরছেন অ্যাথলেটরা। সবমিলিয়ে পদক সংখ্যা ১৪২টি। ১৩তম এসএ গেমসের ২৬ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ এবার ২৫ ডিসিপ্লিনে অংশ নিয়েছিল। এর মধ্যে সোনার পদক এসেছে মাত্র ছয়টি ডিসিপ্লিনের মধ্যে। সোনার পদকের হিসেবে শতভাগ সফল ডিসিপ্লিন আরচারি ও ক্রিকেট। আরচারিতে ১০ ইভেন্টের ১০টিতেই সোনা জিতেছে বাংলাদেশ। ক্রিকেটেও দুই ইভেন্টেই সোনা জিতেছে। আরচারির পর দ্বিতীয় সর্বোচ্চ তিনটি সোনা এসেছে কারাতে থেকে। ভারোত্তোলন  থেকে দুটি, ফেন্সিং ও তায়কোয়ান্দো থেকে একটি করে সোনার পদক এসেছে। ভলিবল, বাস্কেটবল, সাইক্লিং,  টেনিস, স্কোয়াশ থেকে কোনো পদক আসেনি। ভলিবল ও বাস্কেটবল ব্রোঞ্জ লড়াইয়ে গিয়ে হেরেছে। সাইক্লিং ইভেন্টে অংশই নেয়নি বাংলাদেশ। বাকি ডিসিপ্লিনের মধ্যে হতাশ করেছে সাঁতার ও শুটিং। সাঁতারে পাঁচ রুপা ও শুটিংয়ে ছয় রুপা এলেও কোনো সোনার পদক আসেনি। ফুটবল আর কাবাডিও হতাশ করেছে বাংলাদেশের ক্রীড়ামোদীদের। অবশ্য সামগ্রিকভাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ  রেজা বাংলাদেশ দল নিয়ে গর্বিত। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১৮ সোনার সংখ্যা অতিক্রম করা। সেই সংখ্যা অতিক্রম করতে পেরে সন্তুষ্ট। অনেক ডিসিপ্লিনের পারফরম্যান্স ও সম্ভাবনা নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে ভবিষ্যতের করণীয় ঠিক করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর