বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংস এএফসি কাপে ‘ই’ গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস এএফসি কাপে ‘ই’ গ্রুপে

মালয়েশিয়ায় গতকাল হয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের ড্র। ৯টি গ্রুপের এএফসি কাপের মূল পর্ব ৩৬ দলের। এখনো কিছু দল অনির্ধারিত, তবে ‘ই’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মালদ্বীপের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের জায়গা চূড়ান্ত। বাকি আছে দুটি দল, একটি হবে ভারতের চেন্নাই সিটি এফসি অথবা এফসি গোয়ার মধ্যে। তাই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি প্রথমে পরীক্ষা দেবে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ড ও প্লে অফ রাউন্ডে।  উত্তীর্ণ হলে তারা পৌঁছে যাবে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে। নইলে এএফসি কাপে ‘ই’ গ্রুপের চতুর্থ দল হওয়ার জন্য লড়বে চার দেশের চার ক্লাব দল। ভারতের বেঙ্গালুরু এফসি, ভুটানের পারো এফসি, লঙ্কান ডিফেন্ডার্স এফসি, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও বাংলাদেশের আবাহনী লিমিটেড। গত লিগে রানার্স-আপ হয়ে সরাসরি খেলার সুযোগ হারানো আকাশি-নীলরা এবার প্রিলিমিনারি রাউন্ডে মুখোমুখি হবে মাজিয়ার। সেখানে জিতলে আবার প্লে অফ খেলতে হবে ‘ই’ গ্রুপে নাম লেখানোর জন্য।

সর্বশেষ খবর