বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কী ঘটবে জামালের ভাগ্যে

ক্রীড়া প্রতিবেদক

কী ঘটবে জামালের ভাগ্যে

ফুটবলে গুড বয় হিসেবে অধিনায়ক জামাল ভূঁইয়াকে সবাই চেনে। যেকোনো পরিস্থিতিতে মাঠে মেজাজ ঠিক রাখতে পারেন। যা একজন ফুটবলারের বড় গুণ। কিন্তু এসএ গেমসে নেপালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের দিনে কী এমন ঘটেছিল যে জামালকে লাল কার্ড দেখতে হলো। ম্যাচে হেরে বাংলাদেশ আর ফাইনাল খেলতে পারেনি। ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরেছে ফুটবলাররা। ব্যর্থতা নিয়ে ক্রীড়াপ্রেমীদের আক্ষেপ তো আছেই। সে সঙ্গে জামালের ভূমিকা নিয়েও বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়কে তেড়ে এসে ফাউল করার জন্য দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় জামালকে। এমন আচরণে কার্ড দেখাটাই স্বাভাবিক। তবে ফুটবলপ্রেমীরা মনে করছেন গুরুত্বপূর্ণ ম্যাচে জামালের মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। কেননা এর আগেও হলুদ কার্ড দেখেন জামাল। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বলছেন প্রথম হলুদ কার্ডটা কী কারণে আমাকে দেখানো হলো তা বুঝতে পারলাম না। কার্ড পাওয়ার মতো অন্যায় আমি করেনি। জামাল এখানে যাই বলুক না কেন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। লাল কার্ড কোনো বিষয় নয়। এটিই ম্যাচের অংশ। শঙ্কা জেগেছে জামালের আরও বড় শাস্তি হয় কিনা? কেননা মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় প্রধান ও সহকারী রেফারিকে ধাক্কা দেন জামাল। আহত নেপালি খেলোয়াড়ের  শরীরে পাও ছুয়েছেন তিনি। যা ফুটবল মাঠে বড় শাস্তি হিসেবে বিবেচিত হয়। জামালের দাবি, বাংলাদেশ দল নিয়ে রেফারি কটূক্তি করায় নিজেকে সামাল দিতে পারিনি। কিন্তু ম্যাচ কমিশনার যদি তার প্রতিবেদনে রেফারির বক্তব্য জুড়ে এএফসিতে জমা দেন তাহলে জামালের ভাগ্য কি ঘটবে সেটাই প্রশ্ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর