শিরোনাম
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে ফিরল টেস্ট ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর টেস্ট ক্রিকেট ফিরল পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল পাকিস্তান। তবে বছরখানেক হলো পাকিস্তানে ফিরেছে ওয়ানডে ও টি-২০ ক্রিকেট। এবার ফিরল টেস্ট। সেই শ্রীলংকাই টেস্ট খেলতে পাকিস্তান সফর করছে। গতকাল এক দশক পর রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছে পাকিস্তান। প্রতিপক্ষ শ্রীলংকা প্রথম দিন পার করেছে ৫ উইকেটে ২০২ রান তুলে।

পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরেছে ১০ বছর পর এবং রাওয়ালপিন্ডিতে টেস্ট ফিরিছে ২০০৪ সালের পর। তবে ওই টেস্টটি স্বাগতিকরা ইনিংস ব্যবধানে হেরেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। গতকাল সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন করুনারত্নে। ১১০ বলের ইনিংসটিতে ছিল ৯ চার। এ ছাড়া ফার্নান্দো ৪০, অ্যাঞ্জেলি ম্যাথিউস ৩১, ধনাঞ্জয়া ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।      

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ২০২/৫, ৬৮.১ ওভার (করুনারতেœ ৫৯, ফার্নান্দো ৪০, কুশল ১০, ম্যাথিউস ৩১, চান্দিমাল ২, ধনাঞ্জয়া ৩৮*, ডিকভেলা ১১*। আব্বাস ১/৫০, শাহিন ১/৬৭, শিনওয়ারি ১/৪৭, নাসিম ২/৫১)।

সর্বশেষ খবর