বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু বিপিএলের খেলা তিন ভেন্যুতে

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি এবার বিপিএলের বিশেষ আসরের আয়োজন করছে। সাত দলের টি-২০ টুর্নামেন্টটির নামকরণ হয়েছে জাতির পিতার নামে ‘বঙ্গবন্ধু বিপিএল’। টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে গতকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সূচনা ম্যাচের পাশাপাশি ফাইনালও হবে এখানে। তবে টুর্নামেন্টটির বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে পাঁচ ফেজে। প্রথম ফেজ মিরপুরে। দ্বিতীয় ফেজ চট্টগ্রামের পর তৃতীয় ফেজ ফিরবে মিরপুরে। চতুর্থ ফেজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এবং পঞ্চম ও শেষ পর্ব মিরপুরে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর