শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুরন্ত জয়ে শুরু রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক

দুরন্ত জয়ে শুরু রাজশাহীর

ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু করল রাজশাহী রয়্যালস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে মাত্র ১৩৪ রানেই আটকে যায় ঢাকার ইনিংস। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জিতে যায় রাজশাহী। রয়্যালসের আফগান তারকা ৪৭ বলে  খেলেছেন ৫৬ রানের হার না মানা ইনিংস। আরেক ওপেনার লিটন কুমার দাস ২৭ বলে করেছেন ৩৯ রান। শোয়েব মালিকের নটআউট ৩৬। দলীয় ৬২ রানের মাথায় লিটন আউট হলে জাজাইয়ের সঙ্গে  শোয়েব মালিক জুটি গড়ে দলকে জয়ের বন্দরে  পৌঁছে দেন। ঢাকার ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। অনেকদিন পর ব্যাট হাতে নেমে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। তার ব্যাট থেকে এসে মাত্র ৫ রান। ব্যর্থ হয়েছেন ‘বুম বুম’ আফ্রিদিও। প্রথম বলেই তিনি আউট হয়ে  ড্রেসিংরুমে ফিরেছেন। ইংল্যান্ড বিশ্বকাপের পর প্রথমবারের মতো খেললেন মাশরাফি বিন মর্তুজা। ঢাকা প্লাটুনের অধিনায়ক তিন ওভারে ১৮ রান দিয়েছেন। তবে কোনো উইকেট পাননি। মাশরাফি বলেন, ‘এখন গুরুত্বপূর্ণ হচ্ছে দল হিসেবে খেলা,  যেটা আমরা আজ মিস করেছি। উইকেটটা ভালো ছিল, সাধারণত মিরপুরে এমন উইকেট পাওয়া যায় না। ১৬০ রান করার মতো একটা পর্যায়ে ছিলাম আমরা। তারপর দুই তিনটা রান আউট মিস করেছে।

আমার কাছে মনে হয় এখন চিন্তিত নয়, আলোচনা করার সময়ও এখন নয়।’ আজও ম্যাচ আছে ঢাকা প্লাটুনে। সন্ধ্যায় মাশরাফিরা খেলবেন কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে।

সর্বশেষ খবর