শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অজও মাঠে নামছে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

দুদিন পার হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের। শেষ হয়েছে চারটি ম্যাচ। সেঞ্চুরি হয়নি এখনো। তবে প্রতিটি ম্যাচেই হাফসেঞ্চুরির ইনিংস ছিল। চার-ছক্কার নহর বয়েছে। তারপরও ঠিক জমে উঠেনি বিপিএলের বিশেষ আসরটি। দর্শকপ্রিয়তাও পায়নি পুরোপুরি। বঙ্গবন্ধু বিপিএলের আজ তৃতীয় দিন। দুটি খেলা। শুক্রবার বলে সময় একটু পিছিয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাইয়ের রাজশাহী রয়্যালস ও মোসাদ্দেক হোসেন সৈকত, ইমরুল কায়েসের সিলেট থান্ডার। ফ্লাড লাইটের আলোয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালের ঢাকা প্লাটুন ও সাব্বির রহমান, সৌম্য সরকার, দানুস শানাকার কুমিল্লা ওয়ারিয়র্স।

বঙ্গবন্ধু বিপিএলের সূচনা ম্যাচে খেলতে নেমেছিল সিলেট থান্ডার। কিন্তু ৫ উইকেটে হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। হারলেও ম্যাচে আলো ছড়ান জাতীয় ক্রিকেটার মোহাম্মদ মিথুন ও মোসাদ্দেক সৈকত। মিথুন ৮৪ রানের আলো ঝলমলে ইনিংসটি খেলেছিলেন মাত্র ৪৮ বলে ৪ চার ও ৫ ছক্কায়। মোসাদ্দেক ২৯ রান করে ৩৫ বলে। অবশ্য ম্যাচটি চট্টগ্রামকে উপহার দেন ইমরুল কায়েস ৬১ রানের ইনিংস খেলে। সিলেটের আজকের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালসও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। গতকাল মাশরাফির ঢাকাকে উড়িয়ে দিয়েছেন হযরতউল্লাহ জাজাই, লিটন দাসরা আক্রমণাত্মক ব্যাটিং করে। ঢাকার মামুলী ১৩৪ রান টপকে গেছে ১০ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে। সন্ধ্যায় ঢাকা প্লাটুনকে লড়তে হবে প্রথম ম্যাচে বড় জয় পাওয়া কুমিল্লার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর