শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ফেডারেশন কাপ ফুটবল

বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনী একই গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমে পর্দা ওঠার অপেক্ষার দিন গুনছে ক্রীড়াপ্রেমীরা। এস এ গেমসে হতাশায় ফুটবলারদের ওপর ক্ষুব্ধ দর্শকরা। তবু চালিয়ে যেতে হবে কর্মসূচি। ১৮ ডিসেম্বর ফেডারেশন কাপের মাধ্যমে ফুটবলে নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে। গতকাল ড্রর মাধ্যমে ১৩ দলের গ্রুপিংও নির্ধারণ হয়ে গেছে। শুধু পেশাদার লিগ খেলা দলগুলোই আসরে অংশ নেবে। ১৯৮০ সালের শুরুতেই ফেডারেশন কাপে সার্ভিসেস দল সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী অংশ নিত। নব্বই দশক পর্যন্ত তারা খেলেছে। গত ১০ বছর ধরে দেখা নেই। ফেডারেশন কাপে ১৩টি দল। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ‘এ’ গ্রুপে খেলবে আরামবাগ ক্রীড়া সংঘ ও নবাগত পুলিশ এফসির বিপক্ষে। রানার্সআপ বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। ‘সি’ গ্রুপে, সাইফ স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি, রহমতগঞ্জ এসএফএস। ‘ডি’ গ্রুপে শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা সংসদ কেসি, ঢাকা মোহামেডান ও আরেক নবাগত দল উত্তর বারিধারা।

শক্তির বিচারে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস সহজ গ্রুপে পড়েছে। তবে কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল মিনহাজ বলেন, লক্ষ্য আমাদের শিরোপা। তাই কাউকে দুর্বল ভাবার অবকাশ নেই। তুলনামূলকভাবে শেখ জামাল কঠিন গ্রুপে পড়ে গেছে। সাইফ ছাড়াও আছে জায়ান্টকিনার রহমতগঞ্জ।

শেখ রাসেল ও মোহামেডান একই গ্রুপে। তবে দল হিসেবে ততটা শক্তিশালী নয় সাদা-কালোরা। ক্লাবের প্রতিনিধি অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, তারণ্যনির্ভর হলেও আশা মোহামেডান ভালো করবে। বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এমপি ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর